ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
সখিপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সখিপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ধর্ষকদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি

সখিপুর, শরীয়তপুর: সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে শরীয়তপুরের সখিপুরে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ মার্চ) সকালে সখিপুর বাজার থেকে শুরু হয়ে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ক্তারা বলেন, “ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আর কোনো নারীর নিরাপত্তাহীনতা মেনে নেব না। দোষীদের কঠোর শাস্তির দাবিতে আমাদের এই আন্দোলন চলবে।”

এসময় শিক্ষার্থীরা ‘ধর্ষকের স্থান, কারাগারের ঘান’, ‘নারী নির্যাতন বন্ধ কর’, ‘আমার বোনের নিরাপত্তা চাই’—এমন নানা স্লোগান দেন।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও অভিভাবকরাও সংহতি প্রকাশ করেন। আন্দোলনকারীরা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় প্রশাসন জানায়, “শিক্ষার্থীদের দাবি ন্যায়সঙ্গত। আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।”

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন