ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
দ্রুততম সময়ে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে পিরোজপুরে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

দ্রুততম সময়ে ধর্ষকের মৃত্যুদন্ডের দাবিতে পিরোজপুরে ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল

পিরোজপুর প্রতিনিধি

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যাওয়া আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবিতে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১মার্চ) দুপুরে ইসলামী ছাত্র আন্দোল জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। মিছিলটি জেলা বড় মসজিদ থেকে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সি.ও অফিস এলাকায় গিয়ে সমাবেশে রূপ নেয়।

ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি মুহাম্মাদ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাঃ আরিফুল ইসলাম সরদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর থানার সভাপতি মুহাঃ নাঈমুল ইসলাম, কলেজ শাখার সভাপতি মুহাঃ মুহিবুল্লাহ হাওলাদার, ইন্দুরকানী থানা শাখার সভাপতি মুহাঃ আব্দুল আন-নোমান, মঠবাড়িয়া উত্তর থানা শাখার সভাপতি মুহাঃ সিফতুল্লাহসহ জেলা ও থানার নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, ধর্ষনের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং সর্বোচ্চ শাস্তি মূত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবি রাখেন। তারা বলেন, দেশব্যপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জাতি আজ ক্ষুদ্ধ। তারা ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের ফাঁসি দে’, ইত্যাদি শ্লোগান দেন। তাদের ধর্ষণের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন