ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, জরিমানা

বড়াইগ্রামে গ্যাস সিলিন্ডারের অবৈধ মজুদ, জরিমানা

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে এলপিজি (লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস) সিলিন্ডার অবৈধভাবে মজুদ করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ প্রদান করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলার বনপাড়া বাজারে এমকে ট্রেডার্স-এ অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূত অতিরিক্ত গ্যাস সিলিন্ডার মজুদ, ঝুঁকিপূর্ণ রক্ষণাবেক্ষণ ও উপযোগী গোডাউন না থাকায় প্রতিষ্ঠানের মালিক পরেশ চন্দ্র সাহাকে এই অর্থদন্ডাদেশ প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লায়লা জান্নাতুল ফেরদৌস এ অভিযানের নেতৃত্ব দেন এবং নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ এই অর্থদন্ডাদেশ প্রদান করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নাটোরের সহকারী পরিচালক নাজমুল হাসান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন