
কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
পায়রা বন্দর (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কলাপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুন শিকদার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও চাকমইয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার এবং নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন।
মিছিল শেষে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার। তিনি বিএনপির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান এবং নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় দলীয় নেতাকর্মীরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলে উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।