ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
শেষ হলো জাতীয় ভূমি সম্মেলন

শেষ হলো জাতীয় ভূমি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্মার্ট ভূমি সেবায় আপনাকে স্বাগতম’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীতে শুরু হওয়া তিন দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন শেষ হয়েছে। শুক্রবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সম্মেলন শেষ হয়।

গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে উপস্থিত হয়ে জাতীয় ভূমি সম্মেলন এবং ভূমি মন্ত্রণালয়ের ৭টি নতুন উদ্যোগ উদ্বোধন করেন।

সম্মেলনে তিন দিনে মোট চারটি প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। প্রথম দিন, জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানের দিন অপরাহ্ণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'স্মার্ট ভূমি ব্যবস্থাপনায় মাঠ প্রশাসন' শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

দ্বিতীয় দিন, 'সায়রাত, খাসজমি ও জনবান্ধব ভূমি সেবা' শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এবং 'অধিগ্রহণ ব্যবস্থাপনা, সরকারি মামলা' ও 'সরকারি ক্রয় ব্যবস্থাপনা' শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

তৃতীয় দিন, 'বাংলাদেশ ডিজিটাল জরিপ' শীর্ষক প্যানেল ডিসকাশনে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শেষ তিনটি প্যানেল ডিসকাশন রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে অনুষ্ঠিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন