শেরপুরের নালিতাবাড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার করে চলাচলের উপযোগী করলো বিজিবি
নিজস্ব প্রতিবেদক
আকস্মিক বন্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলাধীন চৌকিদারটিলা এলাকার ক্ষতিগ্রস্থ রাস্তা সংস্কার ও মেরামত করে চলাচলের উপযোগী করেছে বিজিবি সদস্যরা।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গত কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে সৃষ্ট বন্যায় সীমান্তবর্তী পুড়াগাঁও ইউনিয়নের অন্তর্গত মিশনমোড় নামক স্থানে হতে বিজিবির চৌকিদারটিলা বিওপি পর্যন্ত গমনাগমনের প্রধান সড়কের মধ্যবর্তি স্থানে রাস্তা ধ্বসে পড়ে।
ফলে চৌকিদারটিলা বিওপিসহ আশে-পাশের সীমান্তবর্তী ৩/৪টি গ্রাম নালিতাবাড়ী উপজেলার সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে গ্রামবাসীরা চরম ভোগান্তির শিকার হয়। এমতাবস্থায়, রাস্তাটি দিয়ে যান চলাচল সচল করার লক্ষ্যে বিজিবি সদস্যরা নিজ উদ্যোগে রাস্তা সংস্কার ও মেরামতের কাজ শুরু করে। বর্তমানে রাস্তাটি চলাচলের উপযোগী হয়েছে।
বিজিবির এহেন জনহিতকর কাজে এগিয়ে আসার জন্য সীমান্তবর্তী গ্রামবাসীরা বিজিবিকে ধন্যবাদ জানিয়েছে এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেছে।
বর্ডার গাছের বর্ডার গার্ডের প্রেস বিজ্ঞপ্তি