ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
মাধবদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪

মাধবদীতে পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যা, আটক ৪

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর উপজেলার মাধবদীতে এক পাওয়ারলুম মালিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে কাঠালিয়া ইউনিয়নের কৌলাতপুর গ্রামে এই হত্যাকাণ্ডে ঘটনা ঘটে। নিহত পাওয়ারলুম মালিক নূর মোহাম্মদ (৪৫) মাধবদী থানার কাঠালিয়া এলাকার আলকাছ মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, কাঠালিয়ায় পাওয়ারলুম সংক্রান্ত ঘটনা নিয়ে মালিক-শ্রমিকদের বাগবিতন্ডার এক পর্যায়ে মালিককে পিটিয়ে হত্যা করে শ্রমিকেরা। পরে অন্য শ্রমিকরা পুলিশে খবর দিলে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় সন্দেহভাজন চার শ্রমিককে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রামবাসীর সহযোগিতায় ৪ জন পাওয়ালুম শ্রমিককে আটক করা হয়েছে। তবে এখনো লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে পরবতী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন