ডার্ক মোড
Tuesday, 30 April 2024
ePaper   
Logo
শুল্ক গোয়েন্দার ডিজিসহ ১৩ কমিশনার পদে রদবদল

শুল্ক গোয়েন্দার ডিজিসহ ১৩ কমিশনার পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকসহ ১৩ কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (২১ জুলাই) এনবিআরের দ্বিতীয় সচিব শেখ মেজবাহ-উল-সাবেরিন সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আদেশে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলমকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে মোহাম্মদ ফাইজুর রহমানকে ঢাকা কাস্টম হাউস থেকে চট্টগ্রাম কাস্টম হাউসের বদলি করা হয়েছে। আর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক বেগম মোবার খানমকে ঢাকা পশ্চিমের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মো. আহসানুল হককে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেট, আর বন্ডের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে কাস্টমস রিস্ক ম্যানেজমেন্ট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এদিকে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমানকে ঢাকা উত্তর কাস্টমস বন্ড কমিশনারেটে, ঢাকা পশ্চিম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমানকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের সদস্য মো. মতিউর রহমাকে পদোন্নতি দিয়ে এনবিআরে, রাজশাহী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মোহাম্মদ লুৎফর রহমানকে ঢাকা-২ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটের কমিশনার, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের মোহাম্মদ আকবর হোসেনকে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে, কমিশনার ড. নাহিদা ফরিদীকে খুলনা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে এবং কমিশনার এ কে এম নূরুল হুদাকে ঢাকা কাস্টম হাউসের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন