ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
শিবচরে হত দরিদ্রদের বিনামূল্যে গরু বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিবচরে হত দরিদ্রদের বিনামূল্যে গরু বিতরণ ও গাভী পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচরে হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরন ও গাভী পালন প্রশিক্ষন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০ টার দিকে স্থানীয় ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ভিডিএস এর উদ্যোগে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে উপজেলার বাঁশকান্দি ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

ভিডিএস এর পরিচালক এবিএম মাহবুব হোসেন বাদলের পরিচালনায় ও বাঁশকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা: গোলাম মোস্তফা

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: বেল্লাল হোসেন, শিবচর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহ আলম ও বাঁশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদ মল্লিক।

ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি (ভি ডি এস) একটি স্থানীয় স্বেচ্ছাসেবী (NGO) সংগঠন। বিগত ১৯৮৫ সন থেকে মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বাস্থ্য সেবা, স্যানিটেশন, নারীর ক্ষমতায়নসহ আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে সফলতার সাথে কাজ করে আসছে।

তারই ধারাবাহিকতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বাঁশকান্দি ইউনিয়নের ৫টি হতদরিদ্র পরিবারের মধ্যে ৫টি গাভী (গরু)বিতরন ও উপকার ভোগীদের গাভী পালন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাঁশকান্দি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সদস্য মো: গোলাম রাসেল, ভিডিএসএর নির্বাহী কমিটির সদস্য আলমগীর হাওলাদার, শাহীন শাহ,মো: মহিউদ্দিনসহ স্থানীয় হাস মুরগীর খামারী, কৃষক ও অন্যন্নরা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন