ডার্ক মোড
Sunday, 05 May 2024
ePaper   
Logo
শরীয়তপুরে সাবেক চেয়ারম্যানের পুকুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

শরীয়তপুরে সাবেক চেয়ারম্যানের পুকুরে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি

সাবেক ইউপি চেয়ারম্যানের পুকুর থেকে মোহাম্মদ আলী মাদবর নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাদবরের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ আলী মাদবর (৪০) শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা গ্রামের মৃত আমিনুদ্দিন মাদবরের ছেলে। সে পেশায় একজন সিএনজি চালক ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত সাড়ে ১০ টার দিকে একটি কল আসে মোহাম্মদ আলী মাদবরের মোবাইলে। এরপর সে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়ে যায়। এরপর বুধবার বিকেল ৫ টার দিকে ডোমসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাদবরের সুজন দোয়াল গ্রামের বাড়ির পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করলে স্বজনর মরদেহটি মোহাম্মদ আলী মাদবরের বলে দাবি করেন। উদ্ধার শেষে মরদেহটির ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

পালং ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য সেলিম শেখ বলেন, মোহাম্মদ আলী মাদবর আগে আমার ওয়ার্ডেই ভাড়াটিয়া হিসেবে বসবাস করত। গতকাল সে কিস্তিতে টাকা তুলেছিল। রাতে তার মোবাইলে কল আসলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। তার দুইজন সন্তান রয়েছে।

পালং মডেল থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ হোসেন বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়ির পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন