ডার্ক মোড
Monday, 20 May 2024
ePaper   
Logo
লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলি বসতিতে আগুন

লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলি বসতিতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

দখলদার ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন অবৈধ বসতিতে লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। এতে অন্তত একটি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, বৃহস্পতিবার (৯ মে) সীমান্তবর্তী অঞ্চল সলমিতে রকেট ছোড়া হয়েছে।

আগুন নেভাতে দ্রুতগতিতে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। এরপর তাৎক্ষণিকভাবে কাজ শুরু করে তারা।

অপরদিকে লেবানন থেকে ছোড়া দুটি ড্রোন লেবাননের আকাশ সীমায় যুদ্ধবিমান দিয়ে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

রকেট হামলার পর লেবাননের আয়তা আস-সাবের একটি বাড়িতে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। পরের দিন ৮ অক্টোবর থেকে এতে যোগ দেয় লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লুাহ।

তারা ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু না করলেও ইসরায়েলি অবৈধ বসতি লক্ষ্য করে অসংখ্যবার হামলা চালিয়েছে। হিজবুল্লাহর হামলার কারণে সীমান্তবর্তী বসতিগুলো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল। এছাড়া গাজার সঙ্গে সঙ্গে লেবানন সীমান্তেও ইসরায়েলি সেনাদের সমানভাবে ব্যস্ত থাকতে হচ্ছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে, আজ বৃহস্পতিবার গাজার দক্ষিণাঞ্চলের রাফাতে একটি বুবি-ট্রাপ সমৃদ্ধ টানেলে প্রবেশ করে তিন সেনা আহত হয়েছে। চিকিৎসার জন্য এই সেনাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন