লালমোহনে হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
ভোলার লালমোহনে ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান খোকার পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র উপহার হিসেবে বিতরণ করা হয়।
শনিবার বিকেলে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। হিন্দু সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক উন্নয়ন ফোরাম (লালমোহন-তজুমদ্দিন) এর ভোলা জেলার অন্যতম উপদেষ্টা ও ভোলা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা মোঃ আক্তার উল্লাহ। ইউনিয়ন উপদেষ্টা ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মোহাম্মদ আলি, অধ্যাপক মোঃ সালাহউদ্দিন, উপদেষ্টা মাষ্টার নাথুরাম বাবু, অন্যতম সমন্বয়ক জনাব শান্ত করিম মহাজন, লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সমন্বয়ক ফয়সাল মাহমুদ নবীন, মাষ্টার মোঃ ইমরান হোসেন, শিমুল চন্দ্র দাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাগরিক উন্নয়ন ফোরাম (লালমোহন-তজুমদ্দিন) এর চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুর রহমান খোকার উদ্যোগে ইতোমধ্যে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও লালমোহন পৌরসভার সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।