ডার্ক মোড
Thursday, 03 July 2025
ePaper   
Logo
লালমোহনে বসতঘর পুড়ে ছাই

লালমোহনে বসতঘর পুড়ে ছাই

লালমোহন (ভোলা) প্রতিনিধি

ভোলার লালমোহনে আকস্মিক অগ্নিকান্ডের ঘটনায় একটি বসতঘর পুড়ে গেছে। সোমবার দুপুরে উপজেলার চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমপুর গ্রামের আনিসুল হক মেম্বার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঘর মালিক শিহাব উদ্দিন জানান, গত সোমবার দুপুর ২টার দিকে খাবারের প্রস্তুতি নিতে গেলে হঠাৎই ঘরের পেছনের বেড়ায় আগুন দেখে তার মেয়ে। এসময় কোনকিছু বোঝার আগেই পুরো ঘরে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলেও মাত্র কয়েক মিনিটের ব্যবধানে চোখের সামনেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও বলেন, ঘরের মূল্যবান আসবাবপত্রের সাথে অগ্নিকান্ডে স্বর্ণালংকার এবং তার এসএসসি ও কৃষি ডিপ্লোমা সনদ এবং তার স্ত্রী রহিমা বেগমের এসএসসি ও এইচএসসি সনদ, জমির দলিল, স্টাম্পসহ গুরুত্বপূর্ণ কাগজপত্রও পুড়ে গেছে। অগ্নিকান্ডে অন্তত দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবী শিহাব উদ্দিনের।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন