ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
রূপসায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

রূপসায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

নাহিদ জামান, রূপসা (খুলনা)

খুলনার রূপসায় কিসমত খুলনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ২ টায় রামনগর গ্রামের রাজা-বাদশার দোকানের পেছনে ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করেন।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গোলাম মোল্লা ওরফে সেলিম মোল্লা ৪৫ পিতা-আহমদ মোল্লা, মাতা- হাজেরা বেগম পালানোর চেষ্টা করে। তখন এসআই মোঃ শফিকুল ইসলাম তাকে ধাওয়া করে আটক করেন।

সেলিম মোল্লার প্যান্টের পকেট থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের ৪ হাজার টাকা জব্দ করেন। সেলিম মোল্লা এলাকার একজন কুখ্যাত মাদক কারবারি। তার নামে ইতিপূর্বে ছয়টি মাদক মামলা ও একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নতুন মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন