ডার্ক মোড
Wednesday, 13 August 2025
ePaper   
Logo
রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ

রাষ্ট্র কাঠামো সংস্কারে ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ

চিলমারী(কুড়িগ্রাম)সংবাদদাতা
 
কুড়িগ্রামের চিলমারীতে বাংলাদেশের জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ করা হয়েছে। 
 
গতকাল শনিবার (৯ আগষ্ট) বিকেল সাড়ে ৫টায় উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ভেলুর মোড় বাজারে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে সকল ব্যবসায়ী, পথচারী ও উঠান বৈঠকের মাধ্যমে লিফলেট বিতরণ করেন চিলমারী উপজেলা বিএপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার। 
 
সন্ধ্যা ৬টায় অষ্টমীর চর ইউনিয়ন পরিষদ চত্তরে ইউনিয়ন বিএনপি নেতা আল আমিন এর সভাপতিত্বে ও উপজেলা বিএপির যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক ফজলুল হকের সঞ্চালনায় চিলমারী উপজেলা মহিলা দল কতৃক আয়োজিত এক লিফলেট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 
প্রধান অতিথির বক্তব্যে অব্দুল বারী সরকার বলেন, বিএনপি একটি বৈষম্যহীন ও সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। এসময় উপজেলা মহিলা দলের সাধারণ সম্পদক জিয়ারা খাতুন রোজী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কারের একত্রিশ দফার উপর আলোকপাত করেন।
 
অনুষ্ঠানে আরো মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোতালেব হোসেন, কৃষক দলের সাবেক সহ-সভাপতি আমির হোসেন, মহিলা দলের কোষাধক্ষ্য শাহনাজ সুলতানা, মহিলা নেত্রি আনজুমা বেগম প্রমুখ।
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন