ডার্ক মোড
Thursday, 14 August 2025
ePaper   
Logo
দুর্গাপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্গাপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

দুর্গাপুর প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। শুক্রবার (৯ আগস্ট) গভীর রাতে মতিহার থানার তালাইমারী মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
 
গ্রেপ্তারকৃতরা হলেন:দুর্গাপুরের শ্যামপুরের মো. আব্দুল্লাহ আল কাফি (২৮) ও আলিয়াবাদের মো. জালাল মৃধা (৪০)।
 
সোমবার ( ১১ আগস্ট) সকালে র‍্যাব-০৫ এর সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
 
র‌্যাব জানায়, তারা সংঘবদ্ধ মাদকচক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে গাঁজা, ফেনসিডিল, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতেন।
 
অভিযানে গাঁজার পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ ১৫ হাজার ১০০ টাকা ও একটি ডিজিটাল ওজন মেশিন জব্দ করা হয়।
 
আটকদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
 
 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন