
লুটপাটের রাজত্ব কায়েম করে অনেকে দলবল নিয়ে ভারতে পালিয়েছে :এবিএম মোশাররফ হোসেন
সৌমিত্র সুমন,পায়রা বন্দর(পটুয়াখালী)
বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে, রাতের আঁধারে দিনের ভোট সম্পন্ন করেছে এবং দেশে লুটপাটের রাজত্ব কায়েম করেছে। দুর্নীতি ও অনিয়মের কারণে অনেকে দলবলসহ দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে।
তিনি বলেন, বিএনপি কখনো দখলের রাজনীতি করে না; বরং জনগণের আস্থা ও ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়েই রাজনীতি করে। “কুয়াকাটায় পাঁচবার কর্মসূচিতে অংশ নিতে এসে হামলা-মামলার শিকার হয়েছি, তখন জনগণের কথা বলারও সুযোগ পাইনি,” উল্লেখ করেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান সবসময় জনগণের পাশে থাকার জন্য এবং সতর্ক করেন—অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আলীপুর মৎস্য বন্দর বিএফডিসি মার্কেট মাঠে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন—কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মূসা তাওহীদ নান্নু মুন্সী, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লি ও সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার।
সভাপতিত্ব করেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম হাওলাদার। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী, মৎস্য ও বাজার ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।
মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন
আপনি ও পছন্দ করতে পারেন
সর্বশেষ
জনপ্রিয়
আর্কাইভ!
অনুগ্রহ করে একটি তারিখ নির্বাচন করুন!
দাখিল করুন