ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
রাশিয়ায় ব্যবসা গুটিয়ে বিদেশি কোম্পানিগুলোর ক্ষতি ১০৭ বিলিয়ন ডলার

রাশিয়ায় ব্যবসা গুটিয়ে বিদেশি কোম্পানিগুলোর ক্ষতি ১০৭ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে ২০২২ সালে রাশিয়া আগ্রাসন শুরুর পর থেকে দেশটি থেকে ব্যবসা গুটিয়ে নিতে থাকে সেখানে অবস্থিত বিদেশি কোম্পানিগুলো। রয়টার্সের একটি বিশ্লেষণে দেখা গেছে, এর ফলে রাজস্ব ক্ষতির পাশাপাশি কোম্পানিগুলোর ১০৭ বিলিয়ন ডলারের বেশি খরচ হয়েছে।

গত বছরের আগস্টের শেষ থেকে এই ক্ষতির পরিমাণ বেড়েছে এক-তৃতীয়াংশ। এতে রাশিয়ান অর্থনীতিতে পশ্চিমা বাণিজ্যের আকস্মিক ক্ষতির বিষয়টি ফুটে উঠেছে।

ইএমইএর হেড অব কর্পোরেট ইন্টেলিজেন্স ইয়ান ম্যাসি বলেন, পশ্চিমা সামরিক সহায়তার মধ্যেও রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকায় এবং রাশিয়ার ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞার পরিমাণ বেড়ে যাওয়ায় রাশিয়া থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করা কোম্পানিগুলো সম্ভবত আরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে।

সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুনরায় সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পর পশ্চিমা বিশ্বের দিক থেকে তার প্রতি ব্যাপক নিন্দা ধেয়ে এসেছে।

ম্যাসি জানিয়েছেন, বর্তমানে পশ্চিমাদের কাছ থেকে আরও বিচ্ছিন্ন হওয়া ও পশ্চিমাদের সম্পদ বাজেয়াপ্ত করাসহ তাদের ওপর রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন পুতিন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন