ডার্ক মোড
Saturday, 21 December 2024
ePaper   
Logo
রামপালে ছাত্রদল নেতা মেহেদী হাসান’র পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

রামপালে ছাত্রদল নেতা মেহেদী হাসান’র পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান মিঠু।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকালে বিপুল সংখ্যক নেতা-কর্মীদের সাথে নিয়ে রামপাল উপজেলার গিলাতলা, শ্রীফলতলা ও রামপাল উপজেলা কেন্দ্রীয় সার্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ছাত্রদল নেতা মেহেদী হাসান মিঠু প্রতিটি পূজা মণ্ডপে নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে মেহেদী হাসান বলেন, হিন্দু ভাইবোনদের পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন।

সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি কোথাও কোন ধরনের হামলা হয় অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা ছাত্রদলের নেতৃবৃন্দ এলাকার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছি। আপনাদের যেকোনো প্রয়োজনে ছাত্রদলের নেতৃবৃন্দকে ডাকলে আপনারা আমাদের পাশে পাবেন। কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোথাও অরাজকতা সৃষ্টি করে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদের সাবেক সভাপতি ইমরান খাঁন সবুজ, সরকারি পিসি কলেজে ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জ্যোতি, ছাত্রদল নেতা মল্লিক জুবায়ের হোসেন, মোঃ আবু দাইয়ান, মোঃ তুহিন, মোঃ সাগরসহ দলীয় নেতৃবৃন্দ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন