ডার্ক মোড
Saturday, 04 May 2024
ePaper   
Logo
রাজাপুরে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও প্রেসব্রিফিং

রাজাপুরে গৃহহীন ও ভূমিহীন মুক্ত হওয়ায় আনন্দ শোভাযাত্রা ও প্রেসব্রিফিং

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর স্থানীয় সাংবাদিকদের নিয়ে উপজেলা প্রশাসন মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পূনর্বাসন বিষয়ক এক প্রেস ব্রিফিং করেছেন।

সোমবার (২০মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান, উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জানান, মহান স্বাধীনতার মাসে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে জমিসহ ঘর হস্তান্তরের মাধ্যমে ভূমি ও গৃহহীনমুক্ত হতে যাচ্ছে
ঝালকাঠির রাজাপুর উপজেলা।

মুজিববর্ষে বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না' মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের মাধ্যমে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন মানুষের বাসস্থান নিশ্চিতকল্পে সেমিপাকা একক গৃহনির্মাণ কর্মসুচির আওতায় রাজাপুর উপজেলায় ১ম পর্যায় ৩০০টি, ২য় পর্যায় ৩৭টি, ৩য় পর্যায় ১৪১ ও ৪র্থ পর্যায় ৮০টি সর্বমোট ৫৯১টি গৃহ নির্মাণ করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি ২০২১, ২৬এপ্রিল ২০২২ এবং ২১জুলাই ২০২২ তারিখ এ সর্বমোট ৪৫০টি সেমিপাকা একক গৃহ রাজাপুর উপজেলার ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করেন।

৩য় পর্যায় অবশিষ্ট ৬১টি ও ৪র্থ পর্যায়ের ৮০টি সেমিপাকা একক গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবারে মাঝে হস্তান্তরের মাধ্যমে রাজাপুর উপজেলা কে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষনা করবেন। পরবর্তীতে প্রাকৃতিক দূর্যোগ বা অন্য কোন কারণে কেউ ভূমিহীন ও গৃহহীন হয়ে থাকলে তাদেরকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় পুনর্বাসন করা হবে।

এসময় উপজেলা পরিষদ চেয়াম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ববি মিতু, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, সহ বিভিন্ন দপ্তর প্রধান ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রেসব্রিফিং শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনের সড়ক থেকে আনন্দ র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি শেষ হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন