ডার্ক মোড
Saturday, 12 July 2025
ePaper   
Logo
রাজধানীতে রান্নাঘরে বিস্ফোরণ, দগ্ধ আরেকজনের মৃত্যু

রাজধানীতে রান্নাঘরে বিস্ফোরণ, দগ্ধ আরেকজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসার রান্নাঘরে বিস্ফোরণে দগ্ধ ফুতু আক্তার (১৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় শিশুসহ মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুইজনে।

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, ভাটারা থেকে নারী ও শিশুসহ চারজন আমাদের এখানে এসেছিল। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফুতু নামে এক নারী। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিল। এই ঘটনায় বুধবার দিবাগত রাতে আয়ান নামে তিন বছরের এক শিশু মারা যায়।

ডা. তরিকুল ইসলাম আরও বলেন, বর্তমানে রকসি আক্তার ও আব্দুল মান্নান দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবনের নিচতলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের নারী ও শিশুসহ চারজন দগ্ধ হয়েছিল। পরে তাদের দগ্ধ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন