ডার্ক মোড
Wednesday, 15 January 2025
ePaper   
Logo
রাজউকের ছয় কর্মকর্তাকে দুদকে তলব

রাজউকের ছয় কর্মকর্তাকে দুদকে তলব

নিজস্ব প্রতিবেদক

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক পরিচালকসহ ছয় কর্মকর্তাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। রাজউক চেয়ারম্যানের কাছে দুদক থেকে পাঠানো এক চিঠি সূত্রে এ তথ্য জানা গেছে।

যে কর্মকর্তাদের তলব করা হয়েছে তারা হলেন— পরিচালক (এস্টেট ও ভূমি) তৌফিকুল ইসলাম, সহকারী পরিচালক (এস্টেট ও ভূমি) জ্ঞানময় চাকমা, নকশাকারক এমাদুল হক মুন্সী, কাটোগ্রাফিক অ্যাসিসট্যান্ট এমরান হোসেন সুমন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নাজমুল হক ও প্রধান ইমারত পরিদর্শক আবু শামস্ রকিব উদ্দিন আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, রাজউকের ডেপুটি টাউন প্ল্যানার কামরুল হাসান সোহাগসহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও জাল কাগজপত্র তৈরি করে একটি আবাসন প্রতিষ্ঠানকে প্ল্যান পাস করে দেয়ার অভিযোগ রয়েছে। দুদক অনুসন্ধান শুরু করেছে। উপসহকারী পরিচালক আফিয়া খাতুন ও অনুসন্ধান টিম লিডার হিসেবে একজন উপপরিচালক তাদের জিজ্ঞাসাবাদ করবেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন