জেদ্দায় হজ-উমরাহ মেলা পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
জেদ্দায় হজ-উমরাহ সেবা সম্মেলন ও মেলা পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
মঙ্গলবার সকালে সৌদি আরবের জেদ্দায় চারদিনব্যাপী অনুষ্ঠিত এ সম্মেলন ও মেলা পরিদর্শনে যান উপদেষ্টা। মেলাপ্রাঙ্গণে সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল-রাবিয়াহ ধর্ম উপদেষ্টাকে স্বাগত জানান।
মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল বিন আবদুল আজিজ এ সম্মেলন ও মেলার উদ্বোধন করেন। এতে মুসলিম দেশের ধর্মমন্ত্রী, রাষ্ট্রদূত এবং ৮৭টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ধর্ম উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল হজ সম্মেলন ও প্রদর্শনীতে অংশগ্রহণ করেন। পরে প্রতিনিধিদল পরিবহন ও হজ সেবা প্রদানকারী কোম্পানিগুলোর স্টলগুলো ঘুরে দেখেন।
‘নুসুকের পথে’ শীর্ষক থিমকে উপজীব্য করে অনুষ্ঠিত এ সম্মেলন ও মেলায় ৩০০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা অংশ নিয়েছে। মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলো হজ ও উমরাহর অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে উদ্ভাবন ও প্রযুক্তি প্রদর্শন করছে। তাদের প্রদর্শনীর বিষয়গুলোর মধ্যে লজিস্টিকস, পরিবহন, ভিড় ব্যবস্থাপনা, আবাসন, আতিথেয়তা, কেটারিং প্রভৃতি অন্যতম। এ বিষয়গুলো হজের আনুষ্ঠানিকতা ও হাজীদের সেবার মান উন্নত করার জন্য গুরুত্বপূর্ণ। একইসঙ্গে মেলার স্টলে হজ খাতে স্টার্ট-আপ ও উদ্ভাবকদের জন্য সুযোগের বিষয়গুলো প্রদর্শন করা হচ্ছে।
সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশের পক্ষে ধর্ম উপদেষ্টা এবং সৌদি আরবের পক্ষে সে দেশের হজ ও উমরাহ মন্ত্রী এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে এ বছর ৮৭ হাজার ১০০ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করতে পারবেন।
অন্যদিকে হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহযোগিতায় উম্ম আল-কুরা বিশ্ববিদ্যালয় ‘পবিত্র স্থানসমূহকে মানবিকীকরণ’ শীর্ষক হ্যাকাথন আয়োজন করছে।
তীর্থযাত্রীদের অভিজ্ঞতা উন্নত ও পরিবেশগত প্রভাব কমানোর জন্য উদ্ভাবনী এবং টেকসই সমাধানের লক্ষ্যে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, উদ্যোক্তা, প্রকৌশলী, ডিজাইনার এবং বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।
হজ ও উমরাহ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা হাজীদের জন্য সর্বোত্তম সেবা প্রদানে প্রতিশ্রুতি দেন।
বাংলাদেশি প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মতিউল ইসলাম, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদ, সৌদি আরবে নিযুক্ত কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম ও কনসাল (হজ) আসলাম উদ্দিন।
উল্লেখ্য, এ সম্মেলনে ৪৭টি আলোচনা অধিবেশন ও ৫০টি কর্মশালা অনুষ্ঠিত হবে। যেখানে ১৩০টিরও বেশি স্থানীয় ও আন্তর্জাতিক বক্তা পরিবেশবান্ধব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল সমাধান নিয়ে আলোচনা করবেন।
এ সম্মেলনে মন্ত্রী পর্যায়ের একটি অধিবেশন অনুষ্ঠিত হবে। যেখানে সরকারি সংস্থাগুলোর গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং কর্মকর্তারা হাজীদের যাত্রা উন্নত করার জন্য নতুন ও চলমান সেবা, প্রকল্প এবং উদ্যোগ উপস্থাপন ও আলোচনা করবেন।