ডার্ক মোড
Tuesday, 16 September 2025
ePaper   
Logo
রাউজান উপজেলা ক্রীড়া সংস্থায় ক্রীড়ানুরাগী হলেন সা‌মির কা‌দের চৌধুরী

রাউজান উপজেলা ক্রীড়া সংস্থায় ক্রীড়ানুরাগী হলেন সা‌মির কা‌দের চৌধুরী

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের রাউজান উপজেলা ক্রীড়া সংস্থায় ক্রীড়ানুরাগী করা হয়েছে বি‌শিষ্ট ক্রীড়া সংগঠক সা‌মির কা‌দের চৌধুরীকে। সম্প্রতি রাউজান উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক আদেশে সাত সদস্য বিশিষ্ট উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠন করা হয়।

কমিটিতে আহবায়ক করা হয়েছে উপজেলা নির্বাহী অফিসার অংগ্যজাই মারমা, সদস্য সচিব করা হয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাকিলা খাতুন। এতে কোচ হিসেবে আছেন মো. হানিফ, রেফারি হিসেবে মোহাম্মদ জাকের হোসেন, ক্রীড়া সম্পৃক্ত/সংগঠক হিসেবে নাওশাদ খান রনি এবং ক্রীড়া সাংবাদিক হিসেবে রয়েছেন বাংলা ট্রিবিউন এর স্টাফ রিপোর্টার মো. নাসির উদ্দিন রকি।

বি‌শিষ্ট ক্রীড়া সংগঠক সা‌মির কা‌দের চৌধুরী বাংলা‌দেশ প্রিমিয়ার লিগ (বি‌পিএ‌ল)-এর দল চিটাগাং কিংস ও এসকিউ স্পোর্টস এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম‌্যান এবং দি ঢাকা ডাই‌য়িং-এর প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি সম্প্রতি ঢাকা মে‌রিনার ইয়াংস ক্লা‌বের সভাপ‌তি হি‌সে‌বে দা‌য়িত্ব গ্রহণ ক‌রে‌ছেন।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন