ডার্ক মোড
Wednesday, 13 November 2024
ePaper   
Logo
ময়মনসিংহে মাদকবিরোধী আলোচনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমা

ময়মনসিংহে মাদকবিরোধী আলোচনা ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৯ নভেম্বর ২০২৪ খ্রি. শনিবার সকাল ৯:৩০টায় বিশ্ববিদ্যালয় পরিক্রমা ম্যাগাজিনের আয়োজনে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী সচেতনতা বিষয়ক আলোচনা সভা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। তিনি তার বক্তব্যে তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং তাদেরকে দেশ গঠনে অবদান রাখার অনুপ্রেরণা দেন।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. গাজী মোঃ সাইফুজ্জামান। অনুষ্ঠানে গেস্ট অফ ওনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মুফিদুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ আবু তাহের, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ; ড. মোঃ রিয়াদ তানসেন, সহযোগী অধ্যাপক, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ; মোসাঃ তাসলিমা বেগম, সহযোগী অধ্যাপক ও চেয়ারপার্সন, ফার্মেসি বিভাগ, প্রাইমএশিয়া ইউনিভার্সিটি এবং মোঃ জাফরুল্লাহ কাজল

সভাপতিওতত্ত্বাবধান:বিশ্ববিদ্যালয় পরিক্রমার প্রধান সম্পাদক জনাব হারুন অর রশিদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যালয় পরিক্রমার সহকারী ব্যবস্থাপনা সম্পাদক জনাব মোঃ সিদ্দিকুল ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ আয়োজন হিসেবে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং একটি সুষ্ঠু সমাজ গঠনে এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।সহযোগিতায়:

এই আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিল প্রাইমএশিয়া ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন