ডার্ক মোড
Wednesday, 08 January 2025
ePaper   
Logo
মৌলভীবাজারে ৫ কেজি গাঁজাসহ আটক ২

মৌলভীবাজারে ৫ কেজি গাঁজাসহ আটক ২

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ দু’জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরের মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শাজাহান মিয়া(৩৫) এবং আব্দুল করিম খন্দকার (৩৭)। এই দুই মাদক ব্যবসায়ী হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার বাঘাডুবি গ্রামের বাসিন্দা

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে শেরপুর মুক্তিযোদ্ধা চত্বরের পশ্চিমে ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের হেফাজত থেকে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতরে থাকা ৫ টি আলাদা প্যাকেটের ভেতর মোট ৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও এসময় জব্দ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন