ডার্ক মোড
Thursday, 09 January 2025
ePaper   
Logo
পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেফতার

পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম গ্রেফতার

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর পুঠিয়ায় যুবলীগ নেতা সেলিম হোসেন (৪৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সে পুঠিয়া সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এবং পালোপাড়া গ্রামের মৃত. বেলায়েত হোসেনের ছেলে।

বুধবার (৮জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে পুঠিয়া উপজেলা সদর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত যুবলীগ নেতা সেলিম পুঠিয়ার শীর্ষ সন্ত্রাসীদের একজন। সে মাদক ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।

এছাড়াও তার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর ও নাশকতামূলক কর্মকন্ড ঘটিয়ে মানুষের জানমালের বিরুদ্ধে অন্তর্ঘাতমূলক কর্মকান্ড পরিচালনা করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃত সেলিম ধারালো অস্ত্র কাঁধে নিয়ে এলাকায় ঘুরাফেরা করতো। নাশকতার মামলায় তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন