জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবিতে নরসিংদীতে লিফলেট বিতরণ
নরসিংদী প্রতিনিধি
৭ দফা দাবী সম্বলিত জুলাই ঘোষনাপত্র প্রকাশের দাবী এবং জনমত গঠনে নরসিংদীতে লিফলেট বিতরণ করছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।
বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার ইটাখোলা মোড় থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে সারজিস আলম ও তার দল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এসময় নরসিংদী ও শিবপুরের শত শত সমন্বয়ক শিক্ষার্থী-জনতা অংশ নেয় এই কর্মসূচীতে।
ইটাখোলা মোড়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে সারজিস আলম বলেন, জুলাই শহীদদের রাষ্ট্রিয় স্বীকৃতি, তাদের সরকারী খরচে চিকিৎসা, আওয়ামী খুনী ও দোষরদের বিচার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব ৭ দফা যৌক্তিক দাবী নিয়ে জুলাই ঘোষণাপত্র ঘোষণার জন্য ১৫ দিনের সময়সীমা বেধে দেয়া হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে রাষ্ট্র এই ঘোষণাপত্র বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা করেন তিনি। এদিন নরসিংদীর সদর শিবপুরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।