ডার্ক মোড
Thursday, 12 December 2024
ePaper   
Logo
মেলান্দহ ফুলকোচা স্কুলের প্রধান শিক্ষকের নিয়োগ পেলেন তুহিন

মেলান্দহ ফুলকোচা স্কুলের প্রধান শিক্ষকের নিয়োগ পেলেন তুহিন

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহের ঐতিহ্যবাহী ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে ১ অক্টোবর সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মোঃ সাজ্জাদ হোসেন তুহিন। তুহিন বাঘাডোবা গ্রামের সুনামধন্য রইচ উদ্দিন আহমেদ পবন তালুকদারের ছেলে। ইতোপুর্বে তিনি জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কুটামনি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের এসএমসি’র সভাপতি-উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান, এসএমসির সদস্য, অন্যান্য শিক্ষক-এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তিনি যোগদান করেন। জানান, একমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাবার জন্য প্রধান শিক্ষক পদে কয়েকবার সার্কুলার জারি করা হয়।

অবশেষে যোগ্যতা সম্পন্ন কাঙ্খিত লোক পেয়েছি। স্বচ্ছতা বজায় রেখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এই নিয়োগে ম্যানেজিং কমিটি, স্কুলের শিক্ষক-কর্মচারি এলাকাবাসিও সন্তোষ্ট। নবাগত হেড মাস্টারের কাছে স্কুলের ঐতিহ্য ধরে রাখার প্রত্যাশা করছি।

নবাগত হেড মাস্টার তুহিন জানান-আমার বিগত কর্মস্থলে সাফল্য দেখিয়েছি। আশা করছি স্কুলের ঐতিহ্য ধরে রাখতে পারব। এ জন্য ম্যানেজিং কমিটি, শিক্ষক সহকর্মী, অভিভাবকসহ সকলের কাছে সহযোগিতা কামনা করছি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন