ডার্ক মোড
Friday, 17 May 2024
ePaper   
Logo
মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হাসমত উল্লাহর মনোনয়নপত্র দাখিল

মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হাসমত উল্লাহর মনোনয়নপত্র দাখিল

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে ভাইস চেয়ারম্যান পদে হাসমত উল্লাহ হাশেম মনোনয়নপত্র দাখিল করেছেন। ২ মে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মাহবুবা হকের নিকট আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

প্রবীণ সাংবাদিক আলমগীর আহম্দে শাহজাহান, উপজেলা ক্রীড়া সংস্খার সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক, মহিলা কারিগরি কলেজের প্রিন্সিপাল শাহজাহান সাজু, আ’লীগ নেতা হামিদুর রহমান, আবুল হোসাইন বাদল, এমদাদুল ইসলাম চাঁন, আবুল কালাম আজাদ, জুয়েল রানাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

হাসমত উল্লাহ হাশেম নাংলা ইউনিয়নের মাঝবন্দ নাংলা গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মৃত আ: সামাদ মন্ডল, মাতার নাম মৃত আম্বিয়া খাতুন। তিনি ১৯৮৮ সালে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯০ সালে তেজগাঁ কলেজ থেকে এইচএসসি, ১৯৯২ সালে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে বিএ এবং ১৯৯৩ সালে জগন্নাথ বিশ^বিদ্যালয় থেকে এমএ (দর্শন) ডিগ্রি অর্জন করেন।

কর্মময় জীবনে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সমাজসেবক, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মী হিসেবে বেশ পরিচিতি লাভ করেন। ব্যক্তিজীবনে তিনি ২ সন্তানের জনক।

হাশেমের দুই ভাইয়ের মধ্যে বড় ভাই মো: বাকি বিল্লাহ শিল্প মন্ত্রণালয়ের চীফ প্রকৌশলী ছিলেন। ৪ বোনের মধ্যে এক বোন রোকেয়া বেগম যুব উন্নয়ন কর্মকর্তা, আরেক বোন শাহ সুফি খাজা ইউনুছ আলী ডিগ্রি কলেজের প্রভাষক। অপর দুই বোন গৃহিনী। তিনি আসন্ন মেলান্দহ ্উপজেলা পরিষদ নির্বাচনে সভার সমর্থন ও দোয়া কামনা করেছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন