ডার্ক মোড
Sunday, 22 December 2024
ePaper   
Logo
মেলান্দহে এলসিএস মহিলা কর্মী বাছাই

মেলান্দহে এলসিএস মহিলা কর্মী বাছাই

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে লটারির মাধ্যমে এলসিএস মহিলা কর্মী বাছাই সম্পন্ন হয়েছে। ১১ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উন্মুক্ত বাছাই করেন-ইউএনও এস.এম. আলমগীর।

উপজেলা প্রকৌশলী সুভাশীষ রায়, নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, নাংলা ইউপি’র প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলামসহ গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকৌশলী সুভাশীষ রায় জানান-চলতি বছরে মাহমুদপুর, নাংলা এবং আদ্রা ইউনিয়নের ১৩ জন মহিলা কর্মীর সার্কুলার জারি হয়। এই প্রেক্ষিতে ৯৭ জন কর্মী আবেদন করেন। নিরপেক্ষভাবে বাছাইকৃত কর্মীদের কাছ থেকে কেও যেন অসৎভাবে কোন আর্থিক সুবিধা নিতে না পারে, সেই জন্যই এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

বাছাইকৃতদের ব্যক্তিগত মোবাইলেও কোন অর্থ লেনদেন থেকে বিরত থাকার কথা জানিয়ে দেয়া হবে। নিয়োগপ্রাপ্ত মহিলা কর্মীরা দৈনিক হাজিরা ভিত্তিতে ৩শ’ করে টাকা প্রদান করা হবে। চুক্তির মেয়াদ শেষে তাদের এককালিন অনুদানও দেয়া হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন