ডার্ক মোড
Thursday, 13 March 2025
ePaper   
Logo
মুন্সীগঞ্জে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জে বিদেশী পিস্তলসহ গ্রেপ্তার ১

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি বিদেশী পিস্তলসহ মো. সজীব বেপারী (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গ্রেপ্তারকৃত সজীব শ্রীনগরের জাহানাবাদ এলাকার আব্দুল হক বেপারীর পুত্র।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক মিডিয়া ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার জানান, গতকাল বুধবার ভোর রাত ১২টা ৫৫ মিনিটের সময় র‌্যাব-১০ সিপিসি-২ মুন্সীগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীনগ উপজেলা জাহানবাগ এলাকায় একটি অভিযান চালয়। এসময় মো. সজীব বেপারী নামে এক ব্যক্তির নিকট হতে একটি বিদেশী পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। পরে তাকে শ্রীনগর থানার একটি অস্ত্র মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব আরও জানান, গ্রেপ্তারকৃত সজীবের বিরুদ্ধে শ্রীনগর থানায় একাধিক মালা রয়েছে।সে একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘ দিণ দলে সে বিভিন্ন এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি করে আসছিল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন