
অজ্ঞান পাটির খপ্পরে পড়ে সাংবাদিক স্ত্রী- টাকা স্বর্ণলংকার খোয়ালেন
রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারী থেকে অটোরিক্সা যোগে রাউজান যাওয়ার পথে এক নারীকে অভিনম কায়দায় নগদ টাকা ও স্বর্ণলংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল ১২ মার্চ বুধবার দুপুরে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের কবলে পড়া নারীর নাম হাসিনা বেগম (৪৮)। তিনি রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলমের সহর্ধমীনি। ভূক্তভোগী হাসিনা বেগম জানান, হাটহাজারী থেকে সিএনজি অটোরিক্সায় করে রাউজানে বাড়ী যাওয়ার পথে সিএনজি অটোরিক্সায় বসা যাত্রীবেশী এক মহিলা তাকে একটি কাগজ হাতে দিয়ে দেখতে বলে। এ সময়ে তিনি অজ্ঞান হয়ে যায়। যাত্রীবেশী মহিলা তার কাছে থাকা ব্যাগ থেকে প্রবাসী পুত্র ঈদ খরচের জন্য পাঠানো ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও কানের দুল (আট আনা ওজনের স্বর্ণের দুল) খুলে নিয়ে রাউজানের গহিরা চৌমুহনী এলাকার আগে নেমে যায়। পরে অটোরিক্সা চালক আমাকে গহিরা বাজারে নামিয়ে দিয়ে দ্রæতগতিতে চলে যায়। পরে গহিরা এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় তিনি প্রাথমিক চিকিৎসা শেষে রাউজানের ডাবুয়া ইউনিয়নের শান্তি নগর বাড়ীতে ফিরেন বলে জানান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন' রাউজান এর ধর্ষণবিরোধী মশাল মিছিল
সাম্প্রতিক সময়ে দেশব্যাপী সংগঠিত ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাড়াও এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় ধর্ষকদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে মশাল মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান। গত মঙ্গলবার, ১১ মার্চ রাতে রাউজান পৌরসভার গহিরা চত্বর থেকে মশাল মিছিল শুরু হয়। তুমি কে আমি কে আছিয়া আছিয়া স্লোগানে স্লোগানে মুখরিত হয় রাজপথ। মশাল মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় তারা ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির আশ্বাস নয় বরং শাস্তি তথা মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর ছাত্র প্রতিনিধি খান তাসিফ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজান এর এই কর্মসূচীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন ছাত্র শিবিরের রাউজান উপজেলার সভাপতি শাহ জালাল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি তসলিম উদ্দিন ইমন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি ইফতেখার খন্দকার, জুবাইর, মোজাম্মেল। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ ছাত্রজনতা উপস্থিত ছিলেন।