ডার্ক মোড
Thursday, 13 March 2025
ePaper   
Logo
বড়াইগ্রামে নসিমন-ভুটভুটি সংঘর্ষে হতাহত ২

বড়াইগ্রামে নসিমন-ভুটভুটি সংঘর্ষে হতাহত ২

নাটোর প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে গরু বোঝাই নসিমনের সাথে পণ্যবাহি ভুটভুটি’র সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন মারাত্মকভাবে আহত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে ওয়ালিয়া-বনপাড়া আঞ্চলিক সড়কের উপজেলার চন্ডিপুর এলাকায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম রুবেল হোসেন। সে পাশ্ববর্তী লালপুর উপজেলার হাংড়াগাড়ী গ্রামের আবু বক্কারের ছেলে। আহত শাকিল হোসেনের বাড়িও একই গ্রামে।
জানা যায়, ভোগ্যপণ্য নিয়ে ভুটভুটিযোগে সজিব গ্রুপের দুই বিক্রয় প্রতিনিধি (এসআর) রুবেল হোসেন (২৫) ও শাকিল হোসেন (২৭) স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলো। এ সময় চন্ডিপুর এলাকায় পৌঁছালে গরু বোঝাই নসিমনের সাথে সংঘর্ষ হলে ভুটভুটিটি দুমড়ে-মুছড়ে যায়। এতে ওই দুই বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে রুবেলকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুরমু বিষয়টি নিশ্চিত করছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন