ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য

মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান ছিল অনন্য

নিজস্ব প্রতিবেদক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসী বাঙালিরা বাংলাদেশের দু:সময়ের বন্ধু। তারা মুক্তিযুদ্ধের আগে থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়িয়েছিলেন। তেমনি মুক্তিযুদ্ধের দেশের পক্ষে প্রবাসী বাঙালিদের অবদান অনন্য।

বুধবার (২৪ এপ্রিল) লন্ডন স্থানীয় সময় বিকেল ৪টায় হিথরো বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে উপস্থিত যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

এসময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম তাকে স্বাগত জানান। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের নেতৃত্বে এসময় আওয়ামী লীগ নেতাকর্মী ছাড়াও কমিউনিটির ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা তুলে ধরে বলেন, বাংলাদেশ আজ উন্নত রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অর্থনৈতিক দিক দিয়েও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অপার সম্ভাবনার বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন