ডার্ক মোড
Wednesday, 12 March 2025
ePaper   
Logo
মাটিরাঙ্গা নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ আহত চার

মাটিরাঙ্গা নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ আহত চার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সাপমারা এলাকায় কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গাড়ী চালক ও হেলপার চারজন আহত হয়।

রবিবার ( ৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০ দিকে আলুটিলার সাপমারা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা মাহি এন্টারপ্রাইজ নামে একটি কাভার্ডভ্যান পাহাড় নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাগড়াছড়ি গামী বি আর টি সি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ীর চালক ও হেলপার আহত হয়।

স্হানীয়রা ঘটনাস্থলে হতে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় যাত্রীবাহী বাসে ৪০জন যাত্রী থাকলেও তাদের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি তৌফিকুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন