মহিলা হেফজখানার নতুন ভবন উদ্বোধন ও হিফজ সমাপ্তকারী ছাত্রীদের সবীনা অনুষ্ঠান সম্পন্ন
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
নাইক্ষ্যংছড়িতে দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসার হেফজখানার নতুন ভবন উদ্বোধন ও হিফজ সমাপ্তকারী ছাত্রীদের সবীনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭জানুয়ারি) দুপুর ১২টায় মহিলা মাদ্রাসার হল রুমে মাওলানা মোবারকের উপস্থাপনায় ও অত্র প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা হাফেজ জালাল উদ্দিন ফারুকীর সভাপতিত্বে উক্ত মহতী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। তিনি বলেন,একটি শিক্ষিত মা-ই পারে একটি শিক্ষিত জাতি উপহার দিতে।
তাই তিনি ছাত্রীদের শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল বাশার,আবুল কালাম,জয়নাল,সাংবাদিক সানজিদা আক্তার রুনা,সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষক- শিক্ষিকা মন্ডলী ও ছাত্রী বৃন্দ।
উল্লেখ্য,২০২৩ সালে ১০ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল দারুচ্ছুন্নাহ মহিলা মাদ্রাসার হেফজ বিভাগ। সেই ছাত্রীদের মধ্যে ২জন হাফেজা হয়েছে। হাফেজ হওয়া দুজন ছাত্রীকে আর্থিক অনুদানও প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। আরও জানা যায়,বর্তমানে ৩৭জন ছাত্রী রয়েছে এবং দুজন হাফেজা শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে উক্ত মাদ্রাসার হেফজ বিভাগ।