ডার্ক মোড
Monday, 27 January 2025
ePaper   
Logo
মঠবাড়িয়ায় কলেজ শিক্ষার্থী নিখোঁজ : থানায় জিডি

মঠবাড়িয়ায় কলেজ শিক্ষার্থী নিখোঁজ : থানায় জিডি

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় ফাতিমা আক্তার লামিয়া (১৬) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ লামিয়া ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। নিখোঁজ লামিয়া গুলিশাখালী ইউনিয়নের কবুতরখালী গ্রামের আল আমিন শরীফের মেয়ে। গত সোমবার (২০শে জানুয়ারি) আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী এলাকা থেকে সে নিখোঁজ হয়। এ ঘটনায় ওই ছাত্রীর মা বুধবার (২২শে জানুয়ারি) মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

ওই ছাত্রীর পরিবারের দাবি, মঠবাড়িয়া উপজেলার গুলিশাখালী এলাকার আলকাজ মালের পুত্র ইমাম মাল দীর্ঘদিন ধরে ফাতিমা আক্তার লামিয়াকে উত্যাক্ত করে আসছিল। একপর্যায়ে প্রবাস ফেরত যুবক ইমাম মাল কলেজ থেকে লামিয়াকে তার বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে আত্মগোপনের চেষ্টা করলে বামনা এলাকা থেকে গভীর রাতে পুলিশ তাকে উদ্ধার করে। এ সময় ইমাম মাল পালিয়ে যায়। এর একদিন পর মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে পুনরায় অপহরণ করা হয়। এ ঘটনায় গত ১৮ই ডিসেম্বর মঠবাড়িয়া থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়ে। পিরোজপুর সদর হাসপাতালে ভিকটিমের শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।

মামলা ও জিডির তদন্ত কর্মকর্তা মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হাসিব মিয়া জানান, ফাতিমা নামে নিখোঁজ হওয়া ওই ছাত্রীর এখনও কোন সন্ধান পাওয়া যায়নি।

এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, নিখোঁজ ওই কলেজ ছাত্রী বিজ্ঞ আদালতের নির্দেশে সেফ হোমে থাকার পর গত বছরের ২৪শে ডিসেম্বর অভিভাবকের জিম্মায় আসে। এর এক মাসের মধ্যেই আবার নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন