ডার্ক মোড
Tuesday, 14 January 2025
ePaper   
Logo
ভোলায় ১ হাজার ৬শ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড

ভোলায় ১ হাজার ৬শ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড

ভোলা প্রতিনিধি

ভোলার তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট এবং ফেরিঘাটে অভিযান চালিয়ে ১৬,০০০ কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৩ জানুয়ারি ২০২৫) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ইলিশ বাংলাদেশের একটি জাতীয় সম্পদ এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এ সম্পদের ভূমিকা অপরিসীম।

দেশের এ অমূল্য সম্পদ রক্ষার্থে ০১ নভেম্বর ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত সর্বমোট ০৮ মাস জাটকা আহরণ, পরিবহন, মজুদ এবং বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সরকারের এ যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে গোপন সংবাদের ভিত্তিতে ১২ জানুয়ারি ২০২৫ তারিখ রবিবার বিকাল ৫ টা হতে রাত ১১ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক ভোলা সদরের তেঁতুলিয়া নদী, ভেদুরিয়া লঞ্চঘাট, ফেরিঘাট এবং খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে ১৬,০০০ কেজি (৪০০ মণ) জাটকা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় মাদ্রাসা, এতিমখানা, গরীব ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন