ডার্ক মোড
Friday, 03 January 2025
ePaper   
Logo
ভোলায় অবৈধ জাল সহ আটক ৩৬ জেলে

ভোলায় অবৈধ জাল সহ আটক ৩৬ জেলে

ভোলা প্রতিনিধি

ভোলায় ১৬ লাখ টাকার অবৈধ পাই জাল সহ ৩৬ জেলে আটক করেছে মৎস্য বিভাগ। বুধবার কোস্টগার্ড, পুলিশ ও মৎস্য বিভাগের জাটকা সংরক্ষণ অভিযানে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে ১০ লাখ টাকা মূল্যর অবৈধ একটি পাই জাল ও দুটি ট্রলার সহ ৩৬ জেলে আটক করা হয়।

পরে জেলা প্রসাশকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় আটক প্রত্যক জেলেকে এক হাজার টাকা করে ৩৬ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ট্রলার দুটি নিলামে ২ লাখ ৬৮ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

এছাড়াও জব্দকৃত জাল ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতে আগুনে পুরিয়ে বিনষ্ট করা হয়েছে। এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জামাল হোসাইন, ও দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজ হাসিনাই উপস্থিত ছিলেন।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, পহেলা নভেম্বর থেকে ৩০জুন পর্যন্ত সময় জাটকা সংরক্ষণ কার্যক্রম বাস্তবায়নে মৎস্য বিভাগের নিয়মিত অভিযানে পরিচালনা করা হয়। এসময় ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদী থেকে অবৈধ পাই জাল সহ ৩৬ জেলেকে আটক করা হয়েছে। এসব পাই জালে ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ে।

বিশেষ করে জাটকা (ছোট ইলিশ)সহ সকল প্রজাতির মাছের পোনা আটকা পরে মারা যায়। প্রতিটি জালের দৈর্ঘ ২৯ থেকে ৩০ হাজার মিটার ও প্রস্থ ১৫ থেকে ২০ ফুট। নিষিদ্ধ এসব জাল মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি করে। মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন