ডার্ক মোড
Tuesday, 07 May 2024
ePaper   
Logo
ভোলায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

ভোলায় অবৈধ কারেন্ট জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস

ভোলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ এলাকায় অভিযান পরিচালনা করে হারুন খলিফার বাড়ী থেকে ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার হয়।

মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ আলী সুজা, জেলা মৎস্য কর্মকর্তা ও কোস্টগার্ডের সদস্যবৃন্দ দক্ষিণ চর আনন্দ পার্ট-৩ এলাকায় হারুন খলিফার বাড়ীতে অভিযান পরিচালনা করে এই জাল করে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জনগনের সামনে পুড়িয়ে ধ্বংস করে ফেলা হয়।

সদর উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মোঃ আলী সুজা বলেন, অভিযান চালিয়ে ১৫ হাজার মিটার নতুন কারেন্ট জাল উদ্ধার করি এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। কেউ যাতে এসব কারেন্ট জাল দিয়ে নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন