ডার্ক মোড
Monday, 29 April 2024
ePaper   
Logo
ভোট ছাড়া ক্ষমতা দখলের কারণে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই

ভোট ছাড়া ক্ষমতা দখলের কারণে জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা নেই

নিজস্ব প্রতিবেদক

ভোটারবিহীন একটি প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কারণে জনগণের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। সরকারের ছত্রছায়ায় একটি লুটেরা সিন্ডিকেট গোটা দেশের মানুষের অর্থ সম্পদ লুট করে ইউরোপ আমেরিকায় সম্পদের পাহাড় গড়ে তুলেছে।

শুক্রবার (২৯ মার্চ) বিজয়নগরে এবি পার্টির গণইফতার অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, জাগপার সহ সভাপতি রাশেদ প্রধান, কল্যাণ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ প্রমুখ।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, আমরা বাংলাদেশকে নতুন করে সাজাতে চাই। উন্নত রাষ্ট্রের মানুষেরা যেমন অধিকার পায় আমরাও অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এজন্য শুধু কথা বললে হবে না, আমাদের সবাইকে কাজে হাত লাগাতে হবে। ভোটারবিহীন একটি প্রতারণামূলক নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের কারণে জনগণের প্রতি সরকারের কোনো দায়বদ্ধতা নেই। প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষ খাদ্য সংকটে ভুগছে অথচ সরকারের টনক নড়ছে না। কাজেই আমাদের কাজ আমাদেরকেই করতে হবে। অভাবের তাড়নায় একজন মা তার বাচ্চাকে বাজারে আড়াই হাজার টাকায় বিক্রি করেছে। এ দুঃসময় আমরা চলতে দিতে পারি না।

নওয়াব আলী আব্বাস খান বলেন, এ সরকার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায়নি, ভারতের সহায়তায় ক্ষমতা দখল করেছে। এ দখলদার সরকার যখন মানুষের হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করছে, জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের এক বেলার খাবার জোগানোর করাও কঠিন করে তুলেছে সেই সময় এবি পার্টি সুবিধাবঞ্চিত মানুষের জন্য গণইফতারের যে আয়োজন করেছে তা একটা বিরাট উদ্যোগ।

বক্তব্যে রাশেদ প্রধান বলেন, একটি নির্বাচন নামের তামাশার মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেই আমাদের হাজার বছরের ঐতিহ্যের ওপর আঘাত করে চলেছে। ভারতের সহায়তায় ক্ষমতা দখলের কারণে আমাদের বর্ডারে আজ প্রতিদিন বিএসএফ গুলি করে মানুষ মারলেও সরকার কোনো প্রতিবাদ করতে পারে না। প্রতিদিন জনগণের পকেটের টাকা লুট করে এ সরকার ইউরোপ আমেরিকায় পাচার করছে। আজ একজন মানুষের সারা দিনের আয় দিয়ে এক বেলার খাবার কেনা কঠিন হয়ে গেছে।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন