ডার্ক মোড
Saturday, 28 December 2024
ePaper   
Logo
ভৈরবে জাসাস’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভৈরবে জাসাস’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের বন্দর নগরী ভৈরবে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র ৪৬ তম প্রতিষ্টা বার্ষিকী পালিত হয়।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ভৈরব উপজেলা বিএনপির কমলপুরস্থ অস্থায়ী কার্যালয়ে জাসাস ভৈরব উপজেলা শাখার আহবায়ক মোশাররফ হোসেনের সভাপতিত্বে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে উদযাপন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোঃ শরীফুল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, ভৈরব পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র হাজী মোঃ শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান, ভৈরব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি সাইফুল হক সহ জাসাস এর সিনিয়র নেতৃবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ভৈরব উপজেলা জাসাস সম্পাদক জাহিদুল হক জনি ও ভৈরব পৌর জাসাস সভাপতি মাইনুল ইসলাম বেকুল।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন