ডার্ক মোড
Saturday, 18 May 2024
ePaper   
Logo
ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে : আ ফ ম বাহাউদ্দিম নাসিম

ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে : আ ফ ম বাহাউদ্দিম নাসিম

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বলেছেন,ভারতের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা মেঘালয় গৌহাটি এখন উভয় দেশের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে। সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে মানুষের যাতায়াত অনেক বেড়ে গেছে। সীমান্ত এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা অনেক কমে গিয়েছে।

বুধবার বেলা ১১টা টায় ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে ভারতীয় গণমাধ্যমে ঢাকায় কর্মরত সাংবাদিকদের সংগঠন মৈত্রী জার্নালিস্ট ক্লাব আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের এই নেতা ভারতীয় গণমাধ্যমের সাংবাদিকদের আরও বলেন, ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। অসাম্প্রদায়িক,জঙ্গিবাদ মুক্ত ও উন্নয়নের বাংলাদেশ এগিয়ে নিতে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে।

এ কারণে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। আওয়ামী লীগের সমাবেশগুলোতে মানুষের জনশ্রোত বেড়েছে। নাসিম আরো বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব। এ নির্বাচনকে সামনে রেখে দেশীয় ও আন্তর্জাতিক নানামুখী ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা করেই সরকার উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে।

নাসিম আরো বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা তৃণমূলে নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ করে যাচ্ছে। প্রার্থী মনোনয়ন প্রক্রিয়াও অনেকটা এগিয়েছে বলে তিনি উল্লেখ করেন। তফসিল ঘোষণা শেষেই নির্বাচনের সকল প্রস্তুতি শুরু হবে বলে তিনি জানান। তিনি বলেন, ভারত বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক বর্তমান সরকার উভয় দেশের সম্পর্ক এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ।

মহান মুক্তিযুদ্ধে ভারতের সহযোগিতার কথা বাংলাদেশের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশে কর্মরত সাংবাদিকদের সংগঠন মৈত্রী জার্নালিস্ট ক্লাব আয়োজিত এই মতবিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সমন্নয়ক ও ইন্ডিয়া টুডে পত্রিকার বাংলাদেশ প্রতিনিধি সাহিদুর হাসান খোকন, আজকাল পত্রিকা (কলকাতা) জয়ন্ত আচার্য্য, গার্ডিয়ান পত্রিকা ( নয়াদিল্লি) লায়েকুজ্জামান, ডিজিটাল বাংলাটিভির হাবিবুর রহমান (কুচবিহার, পশ্চিমবঙ্গ) জাহাঙ্গীর খান বাবু ( টাইম৮) আসাম, মনিয় হোসেন ত্রিপুরা টাইমস (আগরতলা) জাকির হোসেন (পরাগ নিউজ) আসাম, রাজিব খান ( টিভি নাইন) নয়াদিল্লি, সুকুমার সরকার (সংবাদ প্রতিদিন) অসক দত্ত (কলকাতা টিভি) নাসির আহমেদ রাসেল(আসতাক বাংলা) কলকাতা প্রমুখ।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন