ডার্ক মোড
Friday, 26 April 2024
ePaper   
Logo
ভারতের ওয়ানডে দলে ডাক পেলেন মুকেশ-রজত

ভারতের ওয়ানডে দলে ডাক পেলেন মুকেশ-রজত

ক্রীড়া ডেস্ক

সাউথ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ডাক পাওয়া সব খেলোয়াড়কে। এই সুযোগে প্রথমবারের মতো ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন মুকেশ কুমার ও রজত পাতিদার।

প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। সিরিজে ধাওয়ানের অ্যাসোসিয়েটের ভূমিকা পালন করবেন শ্রেয়াস আইয়ার।

ওয়ানডে সিরিজে দলে ফিরেছেন সাঞ্জু স্যামসন। রয়েছেন শুভমান গিল ও ইশান কিশান। প্রথমবারের মতো ভারতের ওয়ানডে স্কোয়াডে ডাক পেয়েছেন রবি বিষ্ণই।

আগামী ৬ অক্টোবর লক্ষ্ণৌতে শুরু হবে ভারত-সাউথ আফ্রিকার ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের বাকি দুটি ম্যাচ হবে আগামী ৯ ও ১১ অক্টোবর।

ভারতের ওয়ানডে দলঃ

শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, রজত পাতিদার, রাহুল ত্রিপাঠি, ইশান কিশান (উইকেটরক্ষক), সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণই, মুকেশ কুমার, আভেশ খান, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।

 

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন