ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
ভারতীয় সীমানায় নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন,সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

ভারতীয় সীমানায় নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন,সুনামগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

সিলেট ব্যুরো

বাংলাদেশ-ভারত সুনামগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে।

পাকিস্তান-ভারতের মধ্যে সাম্প্রদিক সময়ে উক্তেজনা হামলা পাল্টা হামলার প্রভাব পরিলক্ষিত হওয়ায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন আংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জের দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তজুড়ে বিজিবির দিবারাত্রী টহল জোরদার নজরধারী বাড়ানো হয়েছে।

রোববার রাতে বিষংয়টি নিশ্চিত করেন, ২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির।

রোববার রাতে সুনামগঞ্জ সীমান্ত জনপদে বসবাসরত বাসিন্দারা জানান, বাংলাদেশ-ভারত সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী জনবল বৃদ্ধির পাশাপাশী পুর্বে যেখানে বৈদ্যুতিক পোষ্টে বাংলাদেশমুখী লাল হ্যালোজিন লাইট ব্যবহার করছিলো সেখানে গত দুয়েকদিন পুর্ব থেকে তাদের প্রতিটি বৈদ্যুতিক পোষ্টে নতুন করে এলইডি লাইট ক্যামেরা সেন্সর স্থাপন করেছে।

২৮ বিজিবি ব্যাটালিয়নের সুনামগঞ্জ অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জ সীমান্তে পুশব্যাক, সীমান্ত সূরক্ষা, যে কোন ধরণের চোরাচালান সহ সীমান্ত অপরাধ অপতৎপরতা প্রতিরোধে বিজিবি প্রশাসনিক জনবল হতে অপারেশনাল জনবল বৃদ্ধি করে দিবারাত্রী সীমান্ত পাহাড়ায় নিয়োজিত রয়েছেন।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন