ডার্ক মোড
Monday, 12 May 2025
ePaper   
Logo
পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরে মাদক ব্যবসায় বাঁধা দেয়ায় কলেজ ছাত্র আব্দুল্লাহ আল নোমান গাজী (২২) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে মারুফ (২৫) নামের এক যুবক।
 
শনিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে পিরোজপুর পৌরভার ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় গাজী এন্টারপ্রাইজে এ ঘটনাটি ঘটে। 
 
আহত আব্দুল্লাহ আল নোমান গাজী সাহেবপাড়া এলাকার মো: শাহজাহান গাজীর পুত্র ও পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
 
অভিযুক্ত মারুফ পালপাড়া এলাকার শহিদুল ইসলাম এর পুত্র। 
 
আহত নোমান গাজীর ভাই এমরান গাজী জানান, কয়েক মাস পূর্বে ঝাটকাঠি সাহেবপাড়া এলাকায় মাদক ব্যবসার অভিযোগে নোমান সহ স্থানীয়রা মারুফ ওরফে কশাই মারুফকে বাঁধা দেয়।
এ সময় মারুফ প্রকাশ্যে নোমান গাজী সহ স্থানীয় কয়েজেনকে দেখে নেয়ার হুমকি দেয়।
 
এরই ধারাবাহিকতায় শনিবার রাত সাড়ে ৯টার দিকে গাজী এন্টারপ্রাইজের দোকানে হামলা চালায় এবং নোমানকে হাতে পেটে মারাত্বক ভাবে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেয়া হয়।
 
পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসক স্বাগত রায় জানান, নোমানের হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে এবং পেটে ইনজুর রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।  
 
এ বিষয়ে অভিযুক্ত মারুফ কে তার মোবাইল ফোনে একাধিক বার কল দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
 
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।  

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন

আপনি ও পছন্দ করতে পারেন