ডার্ক মোড
Thursday, 02 May 2024
ePaper   
Logo
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা সুহিলপুরের সামাজিক-সাংস্কৃতিক সংগঠন " সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের" আয়োজনে গণসংবর্ধনা দেয়া হয়।

রবিবার সুহিলপুর আলহাজ্ব অ্যাডভোকেট হারুন আল রশিদ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের নব নির্বাচিত সিনিয়র সহ-সভাপতি বর্তমানে ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান বিটু, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা , যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বেলাল , দপ্তর সম্পাদক শাহজাহান সাজু , সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল হোসেন চৌধুরী, কার্যকরী সদস্য ফরহাদুল ইসলাম পারভেজ ও মীর মোঃ শাহীন । শিক্ষাবিদ মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের সাবেক এজিএম ব্যাংকার জহির রায়হান, সুহিলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাদ হাজারী, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোবারক মুন্সি, জাহাঙ্গীর কবির খান দুলাল, আশরাফুল ইসলাম অনিক মুন্সী, আব্দুল কুদ্দুস, কৃষ্ণ কুমার দত্ত ,শফিকুল ইসলাম, কাশেম হাজারী, বকুল হাজারী, আরাফাত হোসেন, কাজল হাজারী ,ফারুক মিয়া ,শরিফ মিয়া, তপন দেব, মোশাররফ হোসেন, জামাল উদ্দিন নাগর প্রমুখ ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রানা আহমেদ ও সহ-সভাপতি কবি রুদ্র মুহাম্মদ ইদ্রিছের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন নদী রক্ষায় সক্রিয় সঙগঠণ নোঙ্গরের জেলা সভাপতি কামরুজ্জামান খান শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্রীড়াব্যক্তিত্ব মোহাম্মদ ইয়াসিন মিয়।।

এসময় সংবর্ধিত অতিথিদের ফুল দিয়ে বরণ ও ক্রেস্ট প্রদান করা হয় । সংবর্ধনার জবাবে প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, এই সংবর্ধনা সংবাদ মাধ্যমের প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। পেশাগত দায়িত্ব পালনের নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন । দ্বীতিয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন