
বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
বোয়ালখালীতে গত ০৮ ও ০৯ মার্চ বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ডাক্তার বাড়ি ও আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বোয়ালখালী উপজেলা প্রশাসন।
সোমবার (১০ মার্চ ) অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।
এসময় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে যথাক্রমে নগদ ১৫ হাজার ও ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন এবং স্থানীয় বিত্তশালী ব্যক্তিবর্গকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাস, বোয়ালখালী উপজেলা বিএনপি'র সদস্য সচিব ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুল হক মান্নান ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা সহ স্থানীয় এলাকাবাসী।