ডার্ক মোড
Monday, 06 May 2024
ePaper   
Logo
বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোরের বেনাপোল সীমান্তে ২কেজি ৩৩৩ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক যুবক আটক হয়েছেন; যাকে পাচারকারী বলছে বিজিবি।

শনিবার বিকেলে বালুন্ডা-পুটখালি সড়কের উপর থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে জানান খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান।

আটক হৃদয় হোসেন (২৫) বেনাপোল পৌরসভার কাগজপুকুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান বলেন, 'পুটখালি সীমান্ত দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের জন্য আনা হচ্ছে' বিজিবির এমন গোপন গোয়েন্দা সংবাদে অভিযান চালায় বিজিবির টহলদল।এ সময় বালুন্ডা-পুটখালি সড়কে হৃদয় হোসেনের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।

“পরে তার কাছে থাকা শপিং ব্যাগের মধ্যে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়; যার ওজন ২কেজি ৩৩৩ গ্রাম। আটক স্বর্ণের বাজার মূল্য প্রায় ২কোটি টাকা।”

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে এবং স্বর্ণসহ পাচারকারীদেরকে থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

মন্তব্য / থেকে প্রত্যুত্তর দিন